• Breaking News

    all-news6361.com

    all-news6361.com

    পাটুরিয়ায় পাজেরো নদীতে, অল্পে রক্ষা ৪ আরোহীর


     
    1333
     
    0
     
     
    0
    Google
     
    0
     
     
    1333
     
    পাটুরিয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ল্যান্ডক্রজার পাজারো জিপের চার আরোহী। সোমবার দুপুরে ফেরি পারের জন্য আসা একটি অত্যাধুনিক জিপ ৩নং ফেরি ঘাট পন্টুন থেকে নদীতে পড়ে যায়।
    চালক আসাদুজ্জামান জানান, ফেরি পারের উদ্দেশ্যে জিপটি ৩নং পন্টুনে পার্কিং অবস্থায় ছিল। এ সময় পন্টুনে একটি ফেরি ভিড়ে। ফেরির ধাক্কায় পন্টুনে সৃষ্ট ঝাঁকুনিতে জিপটি পিছন দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। জিপের চালক ও আরোহীরা নিচে নেমে থাকায় তারা প্রাণে রক্ষা পায়।
    পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অসতর্ক অবস্থায় পার্কিং করে রাখা জীপটি পন্টুনের ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়। এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিসির রেকারের সাহায্যে জিপটি উদ্ধার করা হয়েছে।

    Fashion

    Beauty

    Travel