• Breaking News

    all-news6361.com

    all-news6361.com

    দিনাজপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ চালু




    দিনাজপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ চালু
    বন্যার কারণে টানা ১৪ দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আজ দিনাজপুরের সাথে সারা দেশের সাথে ট্রেন চলাচল শুরু হয়েছে।  
    তবে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সাথে রেল যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।  
    রেলের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী তারেকুল ইসলাম জানান, সদর উপজেলার কাউগাঁও-চিরিরবন্দর রুটে ১৬ কিলোমিটার রেল লাইনের মাটি সরে যায়। প্রকৌশল বিভাগ ১০ দিন যাবৎ রেললাইন পুন:স্থাপনের কাজ শেষ করে। 
     
    দিনাজপুর রেল স্টেশনের মাস্টার মঞ্জুরুল ইসলাম জানান, ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আজ রাতে ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর থেকে ছেড়ে যাবে আন্ত:নগর একতা এক্সপ্রেস।  
    গত ১৩ আগস্ট বন্যায় দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের কাউগাঁ স্টেশনের অদূরে চুনিয়াপাড়ায় রেল লাইনের মাটি ও পাথর সরে যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

    Fashion

    Beauty

    Travel