• Breaking News

    all-news6361.com

    all-news6361.com

    বাংলা সিনেমায় গান গাইলেন আতিফ আসলাম




    বাংলা সিনেমায় গান গাইলেন আতিফ আসলাম
    আতিফ আসলামের ভক্ত অনুসারীদের কথা সবারই জানা। পাকিস্তানি গায়ক হওয়া সত্ত্বেও ভারত-বাংলাদেশে তাঁর ভক্ত অনুসারী নেহাত কম নয়। গানের গলার পাশাপাশি তাঁর লুকসেও মুগ্ধ অনেকেই। শোনা যাচ্ছে এবার নাকি বাংলা ছবিতেও গান গাইবেন আতিফ।
    কলকাতার আসন্ন বাংলা ছবি ককপিটে গান গাইবেন আতিফ। গানের নাম মিঠে আলো। এটি একটি রোম্যান্টিক গান। মাত্র দু’দিন আগে গানের টিজার মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরই টিজারের ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। ইতোমধ্যে ভয়েস নেওয়া হয়েছে।     
    তবে সম্পূর্ণ অন্য একটা ভাষায় গান গাওয়া আতিফের পক্ষে খুব একটা সহজ ছিল না।
    বলেন, কোনও বিদেশি ভাষায় গান গাওয়া আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। উচ্চারণের দিকে বেশি করে গুরুত্ব দিতে হয়েছে। কিন্তু, এই চ্যালেঞ্জটি আমার বেশ ভালো লেগেছে।
    তিনি আরও বলেন, তবে গাওয়ার সময় গানের সাবজেক্টের উপর যথেষ্ট নজর দিতে হয়েছে আমাকে। এর জন্য মিউজিক ডিরেক্টরও আমাকে সাহায্য করেছেন।
    তবে কবে এই গান প্রকাশিত হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আর সব থেকে বড় বিষয় হিন্দির পাশাপাশি বাংলাতে গান গেয়ে আদৌ দর্শকদের মন তিনি জয় করতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।  

    Fashion

    Beauty

    Travel