• Breaking News

    all-news6361.com

    all-news6361.com

    Civil Engineering Information

    Civil Engineering Information
    1.ডিপিসি এ পাডলোর পরিমাণ
    সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি
    ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
    3. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০
    কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
    4. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি
    এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
    5. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের
    ওজন=৪০ কেজি
    16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য
    ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬%
    হওয়া উচিত।
    17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং
    এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
    18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার
    এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র
    =d2/১৬২.২ কেজি।
    19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার
    জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড়
    সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
    20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি
    কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের
    সুত্র =১৬২.২/d2 মিটার
    21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা
    দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫
    মিটার।
    22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং
    ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক
    ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
    23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির
    অনুপাত=৭:২:২
    24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ
    ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১
    মিটার।
    25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০
    সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে
    ১.৫ মিটার।
    26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম
    এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
    27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব
    বলে।
    28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য:
    (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং
    প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা
    ১৮ মি.মি
    29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের
    ওজন=০.০০৭৮৫A কেজি
    30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায়
    সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
    31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট
    বহন করে 333 টি
    32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায়
    সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

    Fashion

    Beauty

    Travel